ডিক্সভিল নচে ভোটের ফলাফল সমান
- By Jamini Roy --
- 05 November, 2024
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঐতিহ্য অনুযায়ী, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, সেখানে ভোটগ্রহণ শুরু হয় দিবাগত রাত ১২টায়। মাত্র ছয়জন নিবন্ধিত ভোটার উপস্থিত থাকায় ভোটের ফলাফলও তাড়াতাড়ি জানা যায়, যেখানে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনই সমান তিনটি করে ভোট পেয়েছেন।
ডিক্সভিল নচে, যেখানে ১৯৬০ সাল থেকে মধ্যরাতে ভোটগ্রহণের ঐতিহ্য চলে আসছে, সেখানকার ভোটের কার্যক্রম শুরু হয় মার্কিন জাতীয় সঙ্গীতের সুরে। নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুযায়ী, যেকোনো আসনে জনসংখ্যা ১০০ জনের কম হলে ভোটগ্রহণ মধ্যরাত থেকে শুরু করা যায়। এই আইন মেনে ভোটগ্রহণ শেষে ফলাফল তৎক্ষণাৎ গণনা করা হয়।
২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচের ভোটাররা জো বাইডেনকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে সেখানে ট্রাম্প ও কমলার মধ্যে সমানে সমান ভোট পাওয়াটা নির্বাচনের প্রতিযোগিতার তীব্রতা প্রদর্শন করে। ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা চলাকালে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
আজ মঙ্গলবার, পূর্ব উপকূলের অন্যান্য ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভোটগ্রহণ শুরু করবে। জানুয়ারিতে রিপাবলিকান প্রাথমিক বাছাইয়ে ডিক্সভিল নচের বাসিন্দারা নিকি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন, তবে তিনি পরে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।